বেঙ্গল শিল্পালয়ে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’ শীর্ষক প্রদর্শনী

unseenধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অযান্ত্রিক ও আনসিন শিরোনামের দলগত প্রদর্শনী। আজ শনিবার বিকাল ৫টায় এই দুই প্রদর্শনী যুগ্মভাবে উদ্বোধন করবেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। উদ্বোধন শেষে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৮ প্রদান করা হবে।

আগামী ১৮ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত  ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

জিহান করিমের কিউরেশনে ‘অযান্ত্রিক’ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ঈশিতা মিত্র, ফাহিম হাসিন শাহান, ফামি,হাসান মামুন, কুমার বিশ্বাস, মুনেম ওয়াসিফ, পলাশ ভট্টাচার্য,রাজীব দত্ত।

মুস্তফা জামান এবং শর্মিলি রহমানের কিউরেশনে  ‘আনসিন’ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন আব্দুস সালাম, আবির সোম, ইমরান সোহেল, হাদি উদ্দিন, জুয়েল এ. রব, মারজিয়া ফারহানা, মিজানুর রহমান  চৌধুরী, মুস্তফা জামান, রাজীব দত্ত, সানজিদ মাহমুদ, শিরিন আখতার, সৈয়দ মুহাম্মদ জাকির, ইয়াসমিন জাহান নূপুর।