কমলার খোসা ফেলে দিচ্ছেন?

গৃহস্থালি পরিচ্ছন্নতায় থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় কমলার খোসা। জেনে নিন এটি ফেলে না দিয়ে কীভাবে কাজে লাগানো যায়।

কমলার খোসা

  • ত্বক কোমল ও উজ্জ্বল করতে গোসলের সময় কমলার খোসার ভেতরের অংশ ঘষে নিন ত্বকে।
  • পিঁপড়া বা পোকার বাসায় রেখে দিন কমলার খোসার টুকরা। দূর হবে পোকামাকড়।
  • একটি কাচের বয়ামে বেশ কয়েক টুকরা কমলার খোসা নিন। সাদা ভিনেগার ভর্তি করে বয়াম রেখে দিন ফ্রিজে। দুই একদিন পর পর নেড়ে দেবেন মিশ্রণটি। কয়েক সপ্তাহ পর বের করে স্প্রে বোতলে ভরে নিন মিশ্রণটি। জানালা ও আয়নার গ্লাস পরিষ্কার করুন এর সাহায্যে।
  • জুতার দুর্গন্ধ দূর করতে একটি ছোট কাপড়ের ব্যাগে কমলার খোসার টুকরা নিয়ে রেখে দিন জুতার ভেতরে।
  • সিঙ্ক ঝকঝকে করতে কমলার খোসা ঘষে নিন।
  • চিনি জমাট বেধে যাচ্ছে? বয়ামে কয়েক টুকরো কমলার খোসা রেখে দিন।
  • কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। বাথরুম বা রান্নাঘরের কোণায় ছিটিয়ে নিন। চমৎকার সুগন্ধ চলে আসবে।