শুষ্ক চুল ঝলমলে করে কলার প্যাক

ধুলাবালি ও রোদে চুল হারিয়ে ফেলে স্বাভাবিক সৌন্দর্য। এছাড়া কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের কারণেও চুল শুষ্ক হয়ে ভেঙে যেতে পারে। এ ধরনের চুলে প্রাণ ফেরাতে কলার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এই প্যাক সপ্তাহে একবার ব্যবহার করলে চুল যেমন ঝলমলে হবে, তেমনি কমে যাবে চুল পড়াও।  

Banana-Hair-Mask-for-Dry-and-Dull-Hair-Ingredients-ready

যা যা লাগবে
১টি পাকা কলা
১ টেবিল চামচ অলিভ অয়েল
১ টেবিল চামচ আমন্ড অয়েল
১ টেবিল চামচ মধু
২ টেবিল চামচ দুধ
১টি ডিম
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
কলা চটকে নিন। ডিম ফেটিয়ে কলার সঙ্গে মেশান। এরপর একে একে বাকিসব উপকরণ দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ড করতে পারেন। চুল ভাগ করে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগান হেয়ার প্যাকটি। উঁচু করে বেঁধে রাখুন চুল। চাইলে শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। ৩০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ভালো করে পরিষ্কার করুন চুল। কন্ডিশনার ব্যবহার না করলেও চলবে। প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।

তথ্য: মেকআপ অ্যান্ড বিউটি