শুষ্ক ত্বকের ভেষজ যত্ন

সঠিক যত্নের অভাবে শুষ্ক ত্বক প্রাণহীন দেখায়। বিশেষ করে রোদ ও ধুলাবালিতে আরও নির্জীব হয়ে পড়ে ত্বক। এ ধরনের ত্বকের রুক্ষতা দূর করতে ভেষজ যত্নের বিকল্প নেই।

Top-10-Ayurvedic-Treatments-For-Dry-Skin_iS

  • ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ব্যবহার করতে পারেন ত্বকের রুক্ষতা দূর করতে। পাকা পেঁপে চটকে ত্বকে ব্যবহার করুন। ঘষে ঘষে কিছুক্ষণ লাগিয়ে অপেক্ষা করুন ১৫ মিনিট। ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন ত্বক।
  • রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন ত্বকে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ পাকা কলার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • চন্দনের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বল লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • কাঁচা হলুদ ও জবা ফুল একসঙ্গে বেটে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।
  • শসা ও টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে নিন ত্বক।
  • নিমপাতা বেটে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ