দাঁত সাদা করে বেকিং সোডার পেস্ট

মুক্তঝরা হাসির জন্য চাই ঝকঝকে দাঁত। ধূমপান, অতিরিক্ত চা-কফি পান, পান খাওয়াসহ বিভিন্ন কারণে দাঁত হলদে হয়ে যেতে পারে। দাঁত উজ্জ্বল ও সাদা করতে বানিয়ে ফেলতে পারেন বেকিং সোডার পেস্ট। জেনে নিন কীভাবে বানাবেন।

Baking-Soda-Pasteযা যা লাগবে
১ চা চামচ নারকেল তেল
আধা চা চামচ বেকিং সোডা
২ চিমটি হলুদ
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
একটি পাত্রে সব উপকরণ ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। টুথব্রাশে পেস্ট নিয়ে দাঁত ব্রাশ করুন ১ মিনিট। আরও দুই মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করবেন বেকিং সোডার পেস্ট। অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁত।

তথ্যফেমিনা