হাতের যত্ন

কোরবানির ঈদ মানেই হাজারটা কাজের ঝক্কি। এই ঝক্কির বড় একটা অংশ যায় হাতের ওপর দিয়েই। মাংস কাটা-ধোয়া করতে করতে হাত দুটোর হয়ে পড়ে বেহাল দশা। তাই ঈদের কাজকর্ম একটু গোছানোর পর হাত দুটোর বাড়তি খানিকটা যত্ন না নিলেই নয়।

Hands-copy-2-768x512

  • রাতে ঘুমানোর আগে হাত পরিষ্কার করে সামান্য ভ্যাসলিন ম্যাসাজ করে নিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ওটমিল গুঁড়া করে নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি দুই হাতের ত্বকে ভালো করে ঘষুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
  • একটি ডিমের কুসুম ফেটিয়ে নিন ভালো করে। হাতের ত্বকে মেখে রাখুন ২০ মিনিট। মাইল্ড সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ চিনির সঙ্গে আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। মিশ্রণটি দুই হাতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন মিহি করে। হাতের ত্বকে ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। হাত ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।

জেনে নিন

  • মাংস কাটা বা ধোয়ার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
  • নখের যত্নে লেবু পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন দুই হাত।
  • হাতের ত্বকের খসখসে ভাব দূর করার জন্য সপ্তাহে একবার অবশ্যই স্ক্রাবিং করবেন।