ত্বকের বলিরেখা দূর করে নারকেল তেল

চোখ কিংবা ঠোঁটের আশেপাশের ত্বকে সূক্ষ্ম লাইনের মতো দেখা যাচ্ছে? এগুলো ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রাথমিক লক্ষণ। ত্বকের বলিরেখা দূর করতে নিয়মিত ব্যবহার করুন নারকেল তেল। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করবে। পাশাপাশি ত্বক হবে নরম ও কোমল। জেনে নিন নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন ত্বকের যত্নে।  

coconut-oil-today-main-181112_ecb2d67bb1e0829498d1a79150bc0233.fit-760w

  • ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন দ্রুত ফল পেতে।
  • ১ টেবিল চামচ নারকেলে তেলের সঙ্গে ১ চা চামচ কাঁচা দুধ ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি কয়েক মিনিট ম্যাসাজ করুন ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ পানি, ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও ৭ ফোঁটা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি রাতে ঘুমানোর আগে ত্বকে ম্যাসাজ করুন। পরদিন ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই