অ্যালুমিনিয়াম ফয়েলের ৬ ব্যবহার

গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল। জেনে নিন এর কয়েকটি ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে।

কলা দীর্ঘদিন ভালো রাখতে চাইলে ব্যবহার করতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল

  • চিনি শক্ত হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে মাইক্রোওয়েভ ওভেনে দিন। ৫ মিনির বেক করুন ৩০০ ডিগ্রি ফারেনহাইটে। আগের মতো ঝরঝরে হয়ে যাবে চিনি।
  • কলা দীর্ঘদিন তাজা রাখতে চাইলে বোটার অংশ মুড়ে নিন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে।
  • কেক বানানোর সময় দেখলেন পাইপিং ব্যাগ নেই বাসায়। কী করবেন? অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঝটপট বানিয়ে নিন পাইপিং ব্যাগ!

কফি অনেকক্ষণ পর্যন্ত গরম রাখতে চাইলে মুড়ে নিন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে

  • দীর্ঘদিন ব্যবহারের ফলে চামচ বা কিচেনের সিলভারওয়্যার বিবর্ণ হয়ে গেলে অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্য নিন। একটি বেকিং ডিশের মধ্যে ফয়েল বসিয়ে নিন। ২ চা চামচ লবণ ও ২ চামচ বেকিং সোডা দিন। কয়েক কাপ গরম পানি দিয়ে চামচ ভিজিয়ে রাখুন। ৫ মিনিট পর পরিষ্কার করে ফেলুন।
  • পুরনো কাঁচির ধার ফেরাতে অ্যালুমিনিয়াম ফয়েল কাটুন বারকয়েক।
  • কফি দীর্ঘক্ষণ গরম রাখতে চাইলে পেপার কাপ মুড়ে নিন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এছাড়া খাবার গরম রাখতে চাইলে পাত্রের মুখ বন্ধ করে দিন ফয়েল দিয়ে।