পোকা থেকে রাজশাহীর সিল্ক সুতা (ভিডিও)

রাজশাহীর সিল্ক নামটি শুনলেই ভেসে ওঠে অনিন্দ্য সুন্দর শাড়ি। বরেন্দ্রভূমির রেশম একসময় বিশ্ব বিখ্যাত ছিল। রাজশাহীতে রেশম বোর্ডে নানান সিল্ক গবেষণা করা হয়। রেশমগুটি থেকেই পাওয়া যায় সুতা।

নষ্ট গুটি থেকেও একধরনের সুতা বের হয়। রেশমের কোনও অংশ ফেলে দেওয়া হয় না। বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করছে দেশীয় ফ্যাশন হাউজগুলো।

ভিডিওতে দেখুন পোকা থেকে সিল্ক সুতা উৎপাদনের প্রক্রিয়া।