কাশফুলের রাজ্যে একদিন (ফটোফিচার)

ছুটির দিন কোথায় ঘুরতে যাওয়া যায়? ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা নাকি সেজে উঠেছে শুভ্র কাশের ছোঁয়ায়। তবে তাই দেখা হোক! যাত্রার শুরুতেই অবশ্য পড়লাম বিপদে। বেশ জোরেশোরে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টিতে তো কাশফুল মিইয়ে যাবে! কিন্তু যেহেতু বেরিয়েছি কাশ দেখার জন্য, যাওয়া তো চাই-ই। বৃষ্টি সামান্য ধরতেই ছুট লাগালাম উত্তরার দিয়াবাড়ির দিকে। মেঘলা আকাশের নিচে একদল বিষণ্ণ কাশফুল যেন জুবুথুবু দাঁড়িয়ে। হঠাৎই ঝলমল করে উঠলো বিকেলের রোদ। অমনি সদ্য যৌবন পাওয়া কাশের দল গা ঝাড়া দিয়ে উঠলো। শীতল বাতাসে লক্ষ-কোটি কাশফুল উন্মাতাল নৃত্য শুরু করলো। আহা কী দৃশ্য! নগরী এখন দিগন্তবিস্তৃত কাশের রাজ্য। কাশফুলের খোঁজ পেতে উত্তরার দিয়াবাড়ির পাশাপাশি খিলখেত বনরুপা আবাসন প্রকল্প কিংবা আফতাবনগরের দিকে ঢুঁ মারতে পারেন। ছবিতে দেখে নিন শুভ্র কাশের সৌন্দর্য। 

1

8

7

13

14

10

9

3

11

12

ফিচার ছবি: হৃদয় তানভীর