যত্নে তুলুন চোখের সাজ

স্মোকি আইজ, ডার্ক আইজ কিংবা মোহনীয় মায়াবী চোখ, যাই বলুন না কেন চোখের সাজ যেমন যত্নে করতে হয় তেমনি তুলতেও হয় যত্নে। শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, আর এই চোখের সাজ বরাবরই ভীষণ আকর্ষণীয় করে তুলে। একইসঙ্গে চোখের সাজকে ধুয়ে মুছে তুলতে মানতে হয় কিছু নিয়ম। জেনে নিন সেসব তথ্য...smokey eyes

১) আইশ্যাডো দিয়ে রাতের কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই সেটি তুলে নিয়ে, মুছে ঘুমুতে যেতে হবে।

২) আইশ্যাডো তুলতে ক্লিনজিং লোশন বা নারকেল তেল ব্যবহার করুন, তবে সাবধান সেটি যেনও কোনোভাবেই চোখের ভেতরে না যায়। টিস্যু বা পাতলা পরিস্কার কাপড়ে তেল নিয়ে হালকা করে ঘসে ঘসে তুলে ফেলুন।

৩) দীর্ঘ সময় চোখে থাকে এমন কাজল মুছতেও নারকেল তেল ব্যবহার করতে পারেন।

৪) তেল বা ক্লিনজিং লোশন ব্যবহার করতে না চাইলে কুসুম গরম পানি পাতলা কাপড়ে নিয়ে চোখ ধুয়ে ফেলুন।

৫) কনট্যাক্ট লেন্স পরলে অবশ্যই খুলে ঘুমুতে যাবেন, একইসঙ্গে লেন্স খোলার পর চোখে প্রচুর ঠাণ্ডা পানি ছিটা দেবেন।

৬) বাড়তি আইলেশ লাগালে একপ্রান্ত থেকে আস্তে টেনে ধরে তুলে ফেলুন।

৭)আইব্রোতে লাগানো পেন্সিল কালার অনায়াসে ক্লিনজিং লোশন ঘসে তুলে ফেলুন।