ধানমন্ডিতে নতুন ফ্যাশন হাউজের উদ্বোধন

এক্সক্লুসিভ সব সালোয়ার কামিজ নিয়ে নতুন ফ্যাশন হাউজ ‘জেসমিনস ড্রিম’ যাত্রা শুরু করেছে ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং মলে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজগতের পরিচিত মুখ তানভীন সুইটি, দীপা খন্দকার এবং গোলাম কিবরিয়া তানভীর। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কবির এবং অতিরিক্ত সচিব মাহবুবুল হক সেলিম।  

71218662_401259040562244_4186495251239665664_n
উল্লেখ্য, ঢাকা নিউ মার্কেটের ‘আদি ম্যাচিং সেন্টার’ এর একটি প্রতিষ্ঠান ‘জেসমিনস ড্রিম।’ সালোয়ার কামিজের পাশাপাশি থান কাপড়ও পাওয়া যাবে এখানে।