টাক ঢেকে যাক!

মেয়েদের তুলনায় টাক পড়ে যাওয়ার সমস্যা ছেলেদেরই বেশি দেখা দেয়। জেনে নিন ছেলেদের চুল কমে যাওয়ার সমস্যা সমাধানের তিন ঘরোয়া উপায়।

bald-men-beauty-hair-loss-thinkstockphotos-685775544

  • ১ গ্লাস পানি দিন চুলায়। ফুটে উঠলে ২টি জবাফুল দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। পানি ছেঁকে নিয়ে ঠাণ্ডা করে লেবুর রস মিশিয়ে নিন।  চুল শ্যাম্পু করার পরে এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। জবা ফুলের রস চুলের গোড়ার জন্য উপকারী। 
  • তিন গ্লাস পানিতে ১০টি নিমপাতা ফোটান। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন এই পানি দিয়ে।  
  • অলিভ অয়েল গরম করে নিন। ২ চা চামচ মধু এবং ১ চা চামচ দারুচিনি গুঁড়া ভালো করে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন 

তথ্য: এবেলা