ত্বকের বলিরেখা দূর করে মধু

যেকোনও ঘরোয়া মাস্ক বা প্যাকে সামান্য মধু মিশিয়ে নিলেই কাজ হয় চমৎকার! নিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটারি, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক উপাদানে ভরপুর মধু ত্বকের বলিরেখা দূর করে। পাশাপাশি ব্রণ দূরে করে ত্বক রাখে কোমল ও উজ্জ্বল। জেনে নিন ত্বকের যত্নে মধু কীভাবে ব্যবহার করবেন।

summer-skin-and-hair-blog

  • সামান্য মধু ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল।
  • মধুতে থাকা বিভিন্ন উৎসেচক, ত্বকের রন্ধ্র পরিষ্কার রাখে। ১ চা চামচ মধু এবং ১ চা চামচ জোজোবা বা নারকেল তেল একসাথে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক হবে বলিরেখাহীন।
  • সামান্য বেকিং সোডার সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মুখ ভিজিয়ে মিশ্রণটি লাগিয়ে ঘষুন চক্রাকারে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ব্ল্যাকহেডস ও ত্বকের মরা চামড়া দূর হবে।
  • মুখে কোনও দাগ থাকলে ১ চা চামচ মধু এবং ১ চা চামচ নারকেল তেল বা অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগান। চক্রাকারে ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ডুবিয়ে পানি নিংড়ে চেপে ধরুন। তোয়ালে ঠাণ্ডা হলে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া দাগ দূর হবে।
  • অর্ধেকটি পাকা কলা চটকে ১ চা চামচ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে ম্যাসাজ করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।