আঁধার কেটেছে আলোয়

দীপাবলী দুর্গাপূজার বিজয়ার পরবর্তী ও অমাবস্যার তিথির একটি সন্ধ্যা। এ রাতেই আয়োজিত হয় কালীপূজার। ‘দিওয়ালী’ নামেও পরিচিত দীপাবলী। অমাবস্যা রজনীর সমস্ত অন্ধকার দূর করে পৃথিবীকে আলোকিত করার অভিপ্রায়ে এই প্রদীপ প্রজ্বালন।

সনাতনী হিন্দু ধর্মের রীতি অনুসারে এটিই দ্বিতীয় বৃহত্তম উৎসব বলে বিবেচিত। বাংলাদেশের প্রতিটি সনাতনী ধর্মাবলম্বীরা নানা আয়োজনে উদযাপন করে শ্যামাপূজা ও দিওয়ালী। আঁধার কেটে যাক আলোয় এই প্রত্যাশায় চারিপাশ সেজে উঠেছে প্রদীপের আলোয়...74381933_507330760122108_6358406873628016640_n74300415_404671916893565_5837827528495988736_n73243929_441217333197885_4734439499461820416_n73324478_407594226572064_7208709621123383296_n73375589_410508152955656_8319049363963772928_n

ছবি:  বাংলা ট্রিবিউন।