শুষ্ক ত্বকে প্রাণ ফেরায় দুধের প্যাক

কাঁচা দুধের তৈরি প্যাক নিয়মিত ব্যবহারে যেমন ত্বক হবে কোমল, তেমনি দূর হবে ত্বকের মরা চামড়াও। ত্বক ভেতর থেকে পরিষ্কার করতেও এর জুড়ি নেই। জেনে নিন দুধের প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন। 

WqNk9kpTURBXy83ODBiOTZhNDZmOGQ2NDg2YmUzMDhiOWE2N2I1NzkyYy5qcGeRkwXNAxTNAbyBoTAB

  • প্রাকৃতিক ক্লিনজার হিসেবে দুধের তুলনা নেই। কাঁচা দুধে তুলা ভিজিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে দুধ। আধা কাপ দুধের সঙ্গে সমপরিমাণ গ্রিন টি মিশিয়ে ত্বকে লাগান।। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন গোসলের আগে এটি ব্যবহার করুন।
  • ত্বকের মরা চামড়া তুলতে ২ চা চামচ দুধ আর সমপরিমাণ মধুর সঙ্গে ১ চা চামচ চিনি মিশিয়ে অন্তত ১৫ মিনিট স্ক্রাব করুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
  • শুষ্ক ত্বকে প্রাণ ফেরাতে কাঁচা দুধের সঙ্গে কলা চটকে প্যাক তৈরি করে নিন। মুখে, হাতে, ঘাড়ে, গলায় এই প্যাক মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • পায়ের যত্নেও দুধ অনন্য। ২ চা চামচ দুধ ও একই পরিমাণ  মধু মিশিয়ে পায়ের পাতা আর গোড়ালিতে মাখিয়ে রাখুন। ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর পিউমিক স্টোন দিয়ে ঘষে নিন। পা পরিষ্কার হওয়ার পাশাপাশি হবে নরম ও কোমল।