কন্টেইনারের গায়ে ৪০০ বছরের ঢাকা (ভিডিও)

এশিয়ার স্থপতিদের নিয়ে গড়ে ওঠা ‘আর্কএশিয়া ফোরাম’-এর ২০তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। এর আয়োজক বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)। সম্মেলনের অংশ হিসেবে রাজধানীর মানিক মিয়া এভিনিউসহ বেশ কয়েকটি স্থানে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শন কক্ষ হিসেবে ব্যবহার হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের গায়েই আঁকা হয়েছে দেয়ালচিত্র। ৪০০ বছরের ঢাকার চিত্র প্রতিফলিত হয়েছে এতে। কন্টেইনারের ভেতরে প্রদর্শিত হচ্ছে স্থাপত্যকলার আলোকচিত্র ও নকশা। তবে দেয়ালচিত্রই বেশি টানছে দর্শনার্থীদের।



ভিডিও প্রতিবেদন: সাজ্জাদ হোসেন, ভিডিও সম্পাদনা: মুন্না