রসুনের সাহায্যে দূর করুন খুশকি

শীতের বাতাসে ত্বক যেমন টানটান হয়ে যায়, তেমনি শুষ্ক ত্বকের অধিকারীদের বাড়ে খুশকির সমস্যাও। এখন থেকেই ঘরোয়া যত্নে চুল ঝলমলে রাখতে চাইলে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস। এসব প্যাক নিয়মিত ব্যবহারে খুশকি দূর হওয়ার পাশাপাশি কমবে চুল পড়াও।

images

  • রসুনের কয়েকটি কোয়ার খোসা ছাড়িয়ে সামান্য থেঁতো করে নিন। প্যানে আধা কাপ অলিভ অয়েল দিয়ে দিন। মৃদু আঁচে তেল ও রসুনের কোয়া গরম করুন। পাঁচ মিনিট পর নামিয়ে সামান্য ঠাণ্ডা করে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি।
  • অ্যালোভেরার জেল সরাসরি লাগান চুলের গোড়ায়। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ নারকেল তেল ও টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • চুল ভিজিয়ে বেকিং সোডা ম্যাসাজ করুন চুলের গোড়ায়। মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • সমপরিমাণ নারকেল তেল ও নিমের তেল একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।