বনানীতে পথচলা শুরু করেছে ‘জিওর্দানো’

রাজধানীর বনানীতে পথচলা শুরু করেছে ‘জিওর্দানো।’ বাংলাদেশে হংকংয়ের এই প্রতিষ্ঠানটির চতুর্থ আউটলেট এটি।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ, সংগীতশিল্পী ফাহমিদা নবী, গাজী টিভির চিফ এডিটর সৈয়দ ইসতিয়াক রেজা ও অতিরিক্ত সচিব মাহবুব রহমান। আরও উপস্থিত ছিলেন জিওর্দানো বাংলাদেশের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান নীরা ইন্টারন্যাশানের উপদেষ্টা প্রফেসর লাইজু আক্তার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আবদুল্লাহ মোহাইমেন, ডিজাইনার প্রকৌশলী মাকসুদুল হকসহ আরও অনেকে।

74342945_474163210122000_9035468282806665216_n
বনানীতে ১২৫০ বর্গফুটের এই আন্তর্জাতিক স্টোরে পাওয়া যাবে টি-শার্ট, পলো-শার্ট, অক্সফোর্ড শার্ট, রিঙ্কেল ফ্রি শার্ট, প্যান্ট, জিন্স, জগার, শর্টস, ক্যাপ, ইনারওয়ার, চশমা, ঘড়ি, জুতা, লেদার আইটেমসহ জিওর্দানোর সব পণ্য।
জিওর্দানো বাংলাদেশের সিইও শাহ ইসকান্দার আলী স্বপন বলেন, ‘জিওর্দানোর পণ্য কিনতে কষ্ট করে ব্যাংকক, মালয়েশিয়া বা সিঙ্গাপুর যেতে হবে না। ক্রেতারা এখন ঢাকা থেকেই জিওর্দানোর পণ্য কিনতে পারবেন।’
নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে আগামী সাত দিন জিওর্দানোর সব আউটলেটে সব পণ্যের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় থাকবে।
উল্লেখ্য, ১৯৮১ সালে হংকংয়ে প্রতিষ্ঠিত জিওর্দানো বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশে অত্যন্ত জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত। এছাড়া বিশ্বব্যাপী তাদের প্রায় চার হাজার ৮০০টি আউটলেট রয়েছে।