এই গরমে ঘাম নিয়ে মাথা ঘামিয়েছেন বিজ্ঞানীরাও। প্রচণ্ড গরমে চাই এক গ্লাস ঠাণ্ডা পানি। গায়ের ঘামে ভেজা টি-শার্টটি থেকেই পেতে পারেন সেটা। ইউনিসেফের একটি প্রকল্পে ঘাম থেকে পানি নিষ্কাশনের এমনই এক যন্ত্র উদ্ভাবন করেছেন সুইডেনের রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল প্রকৌশলী। যন্ত্রটির নাম দেয়া হয়েছে সোয়েট মেশিন। এটা মানুষের শরীরের ঘামকে রিসাইকেল করে পানি বের করবে। মূলত নাসার মহাকাশযানে ব্যবহৃত প্রযুক্তি অনুসরণ করেই এটা বানিয়েছেন উদ্ভাবকরা। এরই মধ্যে সুইডেনের গোথেনবার্গে সহস্রাধিক মানুষ ঘাম থেকে রূপান্তরিত পানি পানও করেছেন। মেশিনটির নির্মাতা প্রকৌশলী আন্দ্রেস হ্যামার বলেন, ঘামের ৯৯ শতাংশ পানি; যা বাষ্পীভবন প্রক্রিয়ায় আলাদা করা হয়। পরে তা থেকে লবণ ও ব্যাকটেরিয়া আলাদা করা হয়।
/আরএফ/