ঘরেই করুন ফ্রুট ফেসিয়াল

সুস্থতার জন্য তাজা ফলের রস পান করতে বলেন বিশেষজ্ঞরা। জানেন কি, রূপচর্চাতেও ফলের জুড়ি মেলা ভার? ফলে থাকা প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল ত্বক উজ্জ্বল রাখে ও বলিরেখা দূর করে। জেনে নিন ঘরেই ফ্রুট ফেসিয়াল করবেন কীভাবে।

homemade-fruit-scrub_ruhrqt
কলা
একটি পাকা কলা চটকে নিন। ১ টেবিল চামচ মধু ও সামান্য লেবুরর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক কার্যকর।
পাকা পেঁপে
আধা কাপ পাকা পেঁপে চটকে নিন। একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করতে ত্বক হবে টানটান।
পেয়ারা
আধা কাপ পেয়ারা পেস্ট করে নিন। ১ টেবিল চামচ ওটমিল পাউডার ও ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন পেয়ারার ফেসপ্যাক। ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
ডালিম
ডালিমের দানা ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ গ্রিন টি লিকার মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষরতা দূর হবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া