১০ সেকেন্ডে প্রেসার কুকারে ভাপা পিঠা!

ঝামেলাহীন উপায়ে ঝটপট ভাপা পিঠা বানাতে চাইলে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। নরম তুলতুলে ভাপা পিঠা বানাতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। জেনে নিন কীভাবে প্রেসার কুকারের সাহায্যে বানাবেন ভাপা পিঠা।

76759950_2520775758006921_4033595557963366400_o
উপকরণ
চালের গুঁড়া- ২ কাপ
লবণ- আধা চা চামচ
কোরানো নারকেল- প্রয়োজন মতো
খেজুরের গুড়- প্রয়োজন মতো    
প্রস্তুত প্রণালি
চালের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। পৌনে এক কাপ কুসুম গরম পানি মেশান। অল্প অল্প করে মেশাবেন পানি। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিন ৫ থেকে ৬ ঘণ্টার জন্য। স্টিলের চালনি দিয়ে চেলে নিন মিশ্রণটি।
চুলায় প্রেসার কুকার বসিয়ে সিটির ঢাকনা খুলে ফেলুন। এখানেই ভাপানো হবে পিঠা। হাতলওয়ালা ছোট কাস্টার্ডের বাটি নিন। প্রথমে চালের গুঁড়া দিয়ে গুড়, নারকেল দিয়ে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। তেল ঢালার ফানেল বসান প্রেসার কুকারের উপরের লম্বা অংশে। পাতলা নরম কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। পিঠার বাটি কাপড় দিয়ে ঢেকে উল্টো করে ফানেলে বসান। বাটি উঠিয়ে কাপড়ের অংশ দিয়ে মুড়ে দিন পিঠা। চুলার জ্বাল থাকবে মাঝারি। ১০ সেকেন্ড পর কাপড় খুলে চামচ দিয়ে পিঠা উঠিয়ে নিন। গরম গরম খান তুলতুলে ভাপা পিঠা।

রেসিপি ও ছবি: ফারজানা পাটওয়ারি