হিম সন্ধ্যায় পিঠা উৎসবে একদিন (ফটোফিচার)

শীতের আগমনী বার্তা এখন প্রকৃতিতে। হিম হিম বাতাসে শীতের পিঠার মিষ্টি গন্ধে মাতোয়ারা হতে চাইলে ঢুঁ মারতে পারেন নবান্ন উৎসবে। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে এই উৎসব। সারি সারি ছনের ঘরে সাজানো রয়েছে হরেক রকম পিঠা। ভাপা, চিতই, নকশি পিঠার পাশাপাশি রয়েছে নাম না জানা বিভিন্ন পিঠা। তালের পিঠা, খেজুর গুড়ের পিঠা, দুধ চিতই, মালপোয়া, ঝাল ভাপা রয়েছে স্টলে স্টলে। এছাড়াও পাওয়া যাচ্ছে কোয়েলের মাংস ও হাঁসের মাংস ভুনা। চিতই বা ছিট পিঠা দিয়ে খেতে পারেন ঝাল মাংস। বরিশাল, গোপালগঞ্জ, ব্রাক্ষ্মণবাড়িয়া, নোয়াখালি, বিক্রমপুরসহ বিভিন্ন অঞ্চলের পিঠার জন্য আছে আলাদা স্টল। মজাদার পিঠা চেখে দেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন। দিনব্যাপী পথনাটক, আবৃত্তি, দলীয় সংগীত, নৃত্য পরিবেশিত হচ্ছে আলো ঝলমলে স্টেজে। শিশুদের জন্য রয়েছে চরকি ও দোলনা। তিন দিনব্যাপী উৎসব শেষ হবে আগামীকাল ৩০ নভেম্বর। সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ফটোফিচারে দেখুন নবান্ন উৎসবের আয়োজন।

3

2

1

6

4

8

11

5

10

7

9