কালচে কনুই? জেনে নিন সমাধান

কনুইয়ের দৃষ্টিকটু কালচে দাগ দূর করতে পারেন সহজ ঘরোয়া উপায়ে। একেবারেই সহজলভ্য উপাদান ও নামমাত্র খরচেই বানিয়ে নিন কিছু প্যাক। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই ভালো ফল পাবেন।

3328-Woman_applying_cream_on_her_elbows-732x549-thumbnail
চিনি ও লেবু
অল্প পানিতে ১ চা চামচ চিনি মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। চিনি গলে মিশে যাওয়ার পর ঠাণ্ডা করে নিন মিশ্রণ। এবার লেবু অর্ধেক করে কেটে চিনির মিশ্রণটি লাগিয়ে কনুইয়ের কালো দাগের উপর  ঘষুন। মিনিট দশেক পর ভালো করে ধুয়ে নিন। লেবুর অ্যাসিড ও চিনির শর্করা ত্বকের মৃত কোষ ও দাগ দূর করবে।
অলিভ অয়েল ও চিনি
চিনি যেমন প্রাকৃতির স্ক্রাবার, তেমনি অলিভ অয়েলও ত্বককে নরম ও দাগমুক্ত রাখতে সাহায্য করে। ত্বকে ব্যবহারযোগ্য ১ চা চামচ অলিভ অয়েল ও আধা চা চামচ চিনির সিরা একসঙ্গে মিশিয়ে কনুইয়ের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন প্যাকটি।
দই, বেসন ও লেবু
১ চা চামচ টক দই ও ১ চা চামচ বেসন ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণে একটি লেবুর রস মেশান। প্যাকটি ১০ মিনিট লাগিয়ে রাখুন কনুইয়ে। শুকিয়ে গেলে ধুয়ে ময়শ্চারাইজার লাগান। বেসন লোমকূপের ভেতরে থাকা ময়লা দূর করবে এই প্যাক। পাশাপাশি দূর হবে কালো দাগ।