‘ছোট চোখের বড় স্বপ্ন’ (ফটোফিচার)

‘ছোট চোখের বড় স্বপ্ন’ স্লোগানে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে চলছে ‘তৃতীয় জাতীয় শিশু আলোকচিত্র উৎসব।’ তিন দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হচ্ছে সারাদেশ থেকে শিশুদের পাঠানো বিভিন্ন আলোকচিত্র। এবাবের উৎসবে মোট ১ হাজার ৭৭২টি ছবির মধ্যে নির্বাচিত সেরা ৬৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। বিগতবারের মতো এবারও উৎসবের প্রতিযোগিতা বিভাগে রয়েছে দুটি ক্যাটাগরি। যার মধ্য থেকে দেওয়া হবে তিনটি সেরা আলোকচিত্র অ্যাওয়ার্ড এবং একটি বিশেষ সম্মাননা। প্রতিযোগীদের মধ্যে সর্বকনিষ্ঠ আলোকচিত্রীকে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। এছাড়াও প্রতিটি ক্যাটাগরিতে দেওয়া হবে তিনটি করে স্মারক সম্মাননা। এবারের উৎসবে বিচারক হিসেবে ছিলেন আলোকচিত্রী গোলাম মোস্তফা এবং ফটোসাংবাদিক মশিউর রহমান পারভেজ। উৎসবটি শেষ হচ্ছে আজই। ছবিতে দেখুন আয়োজনের ঝলক। 
IMG_8138


IMG_0078

IMG_8077

_MG_8181 copy