শীতে ত্বক বাঁচাবে গ্লিসারিন

শীতে প্রকৃতির মতোই রুক্ষ হয়ে পড়ে ত্বক। এসময় গ্লিসারিন হতে পারে আপনার ভরসা। এটি প্রাকৃতিকভাবে ত্বক রাখবে নরম, কোমল ও মসৃণ। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার করবেন।

f8ae9c47-26d6-4769-8403-9efedbd22d51

  • মুখে জমে থাকা তেল-ময়লা দূর করতে বাড়ি ফিরে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন মুখ। গভীরভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে গ্লিসারিনের। ক্লিনজিং মিল্কের পরিবর্তে এই উপাদানেই দূর করতে পারেন মুখে জমে থাকা ময়লা।
  • ত্বক থেকে পানি সহজে সরে যেতে দেয় না গ্লিসারিন। ত্বকের কোষের পানি ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে এটি। তাই এই শীতে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন গ্লিসারিন।
  • এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রেই এটি বিশেষ কার্যকর। ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে।
  • শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমনোর আগে টোনিং করুন ত্বক। ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল।
  • গোড়ালি ফাটার সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে গোড়ালি পরিষ্কার করে গ্লিসারিন ঘষে নিন। দূর হবে পা ফাটা।