শীতে ত্বকের ফেসপ্যাক

শীতে সবচেয়ে বেশি যন্ত্রণায় ভুগতে হয় ত্বক নিয়ে। হাত-পায়ের ত্বক খসখসে থেকে গালের চামড়া পর্যন্ত ফেটে যায়। তাই এই শীতে চাই বাড়তি যত্ন। জেনে নিন দুটো ফেসপ্যাকের কথা, যা শীতে আপনার ত্বককে দেবে বাড়তি সুরক্ষা।1_banana_and_honey_1505725380_760x568

ডিম ও মধুর ফেসপ্যাক

এই প্যাক তৈরি করতে আপনার লাগবে, ১টি ডিমের কুসুম, ১ চামচ দই, ১ চামচ মধু আর আধা চামচ আমন্ড অয়েল।

একটি বড় পাত্রে সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভাল করে নাড়তে থাকুন, যতক্ষণ না এটি গাঢ় আর আঠালো হচ্ছে। এ বার এই মিশ্রণ মুখে লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে মুখ ভাল করে ধুয়ে নিন। এটি সপ্তাহে একবার ব্যবহারে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।

মধু ও কলার ফেসপ্যাক

এই প্যাক তৈরি করতে আপনার লাগবে আধা চামচ মধু, ১টি পাকা কলা (চটকানো), দুধ ২ টেবল চামচ। সবকটি উপাদান একসঙ্গে নিয়ে ভাল করে মিশিয়ে আপনার ত্বকে লাগান।

হাতে, পায়ে, মুখে এই মাস্ক লাগাতে পারবেন।

নিয়মিত এই মাস্ক ব্যবহারে ত্বকের শুস্কতা দূর হবে নিশ্চিত।

সূত্র:  জি নিউজ।