প্রাণীদের প্রতি সচেতনতা বাড়াতে ‘ক্যাট শো’

প্রাণীদের প্রতি সচেতনতা তৈরি করতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী ‘ক্যাট শো।’ রাজধানীর যমুনা ফিউচার পার্কে সম্প্রতি শেষ হওয়া ‘ফার্স্ট ডব্লিউসিএফ ইন্টারন্যাশনাল ক্যাট শো বাংলাদেশ' ঘিরে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। 

20200105_175510

সকাল ১১ টা থেকে রাত ৭.৩০ টা পর্যন্ত চলা শোতে দুই দিনে অংশ নেয় ২৫০টি বিড়াল। যাদের মধ্যে ছিল দেশি পার্সিয়ান, বেঙ্গল, শর্ট হেয়ার, এক্সটিক ইত্যাদি। এছাড়াও রাখা হয় রিং এর আয়োজন। রিং বিড়াল প্রদর্শন ও বিভিন্ন দিক বিবেচনায় বিড়ালগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রদর্শনীতে বিড়ালের পোশাক, খাবার, প্রসাধনী, খেলনা ও লিটার ইত্যাদিও বিক্রি হয়েছে।

20200105_175653
দেখা হলো রাজধানীর ক্যান্টনমেন্ট থেকে আসা বিড়াল দম্পতি সিমক ও পরী, তাদের তিন সন্তান ডিউ,পিউ, জেমির সাথে। এই বিড়াল পরিবারের মালিক নার্গিস সুলতানা বলেন, ‘এ ধরনের শো খুব একটা হয় না । এসব শো নিয়মিত করা গেলে বিড়ালের ও অন্যান্য প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়বে।’

20200105_174251
বসুন্ধরা রেসিডেনশিয়াল থেকে আসা রায়হান তন্ময় বলেন, ‘আমি বিড়াল বা অন্য কোনও প্রাণী পালি না তবে ক্যাট শোতে এসে আমার আগ্রহ বেড়েছে। আমি বিড়াল পালার সিদ্ধান্ত নিয়েছি।’

20200105_174350
অনুষ্ঠানের আয়োজক ক্যাট ফ্রান্সিয়ার সোসাইটির সভাপতি সারা বিনতে জামান বলেন, ‘দেশে সাধারণত এ ধরনের শো হয় না। আমরা মানুষকে বিড়ালের প্রতি আকর্ষণ বাড়াতে এ আয়োজন করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি মানুষের প্রাণীদের প্রতি অবজ্ঞা দূর হয়ে ভালোবাসা বৃদ্ধি পাবে।’