দাগহীন ত্বকের জন্য চন্দনের ৭ ফেসপ্যাক

ত্বকের যত্নে সেই প্রাচীনকাল থেকেই চন্দনের কদর রয়েছে। এটি যেমন ত্বকের দাগ দূর করে, তেমনি ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতেও জুড়ি নেই চন্দনের। জেনে নিন চন্দনের ৭ ফেসপ্যাক সম্পর্কে।

sandalwood-powder

  • পরিমাণ মতো চন্দনের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন এই প্যাক।
  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া ও আধা টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। সপ্তাহে দুইবার ব্যবহার করুন প্যাকটি।
  • সমপরিমাণ অ্যালোভেরা জেল  চন্দন গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ করে শসার রস, টক দই, মধু ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করুন।
  • সমপরিমাণ চন্দন গুঁড়া ও কমলার খোসা গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ মুলতানি মাটি, ২ চা চামচ চন্দনের গুঁড়া, ১ চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ আপেল ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ চন্দনের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। টেনে আসলে ধুয়ে ফেলুন।