রুক্ষ চুলের চটজলদি সমাধান

শুষ্ক ও রুক্ষ চুল খুব দ্রুত ভেঙে যায়। এছাড়া খুশকি ও চুল ঝরে যাওয়ার সমস্যাও হয় বেশি। প্রাণহীন চুলের জৌলুস ফেরাতে ব্যবহার করতে পারেন ঘরোয়া প্যাক। এগুলো ঝটপট চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব ও নিয়মিত ব্যবহারে দূর হবে চুলের রুক্ষতা।

2

  • তিনটি ডিমের কুসুম ফেটিয়ে নিন। ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ৩ ফোঁটা ভিটামিন ই অয়েল মেশান। ভেজা চুলে মিশ্রণটি আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ১০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • ১টি পাকা কলা চটকে ৩ টেবিল চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুল ও মাথার ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • পরিমাণ মতো অলিভ অয়েল কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ৮ ফোঁটা এসেনশিয়াল মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ২০ থেকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
  • ২ টেবিল চামচ টক দই ও ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। দূর হবে রুক্ষতা।