চুল মজবুত করে মেহেদি

চুলের গোড়া মজবুত করতে মেহেদির হেয়ার প্যাক খুবই কার্যকর। এছাড়াও চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে মাসে দুইবার ব্যবহার করতে পারেন মেহেদি।

Henna-For-Hair-9-Simple-Effective-Hair-Packs

  • মেহেদির গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো কুসুম গরম পানি মেশান। ৮ ঘণ্টা রেখে দিন। চুল ভাগ করে ভালো করে আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মেহেদির পেস্ট। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • সরিষার তেল সামান্য গরম করে মেহেদির গুঁড়া দিয়ে দিন। পেস্ট তৈরি হলে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে চুলে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ কাপ মেহেদি গুঁড়ার সঙ্গে আধা কাপ অ্যালোভেরা জেল ও ২ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • মেহেদি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেলের দুধ মিশিয়ে চুলে লাগান। ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
  • মেহেদি গুঁড়া সারারাত ভিজিয়ে রাখুন পর্যাপ্ত পানিতে। পরদিন একটি ডিম ফেটিয়ে মেশান। ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুল ভাগ ভাগ করে লাগান মিশ্রণটি। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২ ঘণ্টা। ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।