প্রতিদিন ৫ হাজার বই বাড়িতে পৌঁছে দেয় রকমারি

rokomari-commonআট বছর আগে বাংলাদেশের মানুষ ইন্টারনেট ব্যবহারে বেশ অভ্যস্ত হলে অনলাইনে কেনাকাটায় স্বচ্ছন্দ  ছিল না একেবারেই। সেসময় ঘরে বসে বই কেনার অনন্য সুযোগ করে দিয়েছিল রকমারি ডটকম। আট বছর শেষে ৯ বছরে পা রাখলো রকমারি। ১০০টি বই নিয়ে শুরু করা অনলাইন বুকশপটিতে এন্ট্রি করা আছে ২ লাখের বেশি বই। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার বইয়ের পার্সেল পৌঁছে যাচ্ছে মানুষের কাছে।  

বাড়িতে বসেই দেশে প্রকাশিত সব বই মানুষ কিনতে পারবে এমন প্রত্যয় নিয়ে অন্যরকম গ্রুপের কর্ণধার মাহমুদুল হাসান সোহাগ প্রতিষ্ঠা করেছেন রকমারি ডট কম।

সময়ের পরিবর্তনের মানুষ কাগজের বইয়ের বদলে ই-বুক, পিডিএফ পড়ছেন, এর মধ্যেও রকমারি বই বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিজেদের অনন্য করে তুলেছে।

 বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলে নিরবচ্ছিন্নভাবে পাঠকের চাহিদা অনুসারে বই পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে । আট বছরে রকমারি আয়োজন করেছে নানা প্রতিযোগিতার। অংশ নিয়েছে বই বিষয়ক অসংখ্য কার্যক্রমে। নিজেরাও স্বউদ্যোগে বই সম্পর্কিত নানা আয়োজন করেছে।