তোয়ালে পরিষ্কার করুন এভাবে

তোয়ালে নিয়মিত পরিষ্কার না করলে যেমন ভ্যাপসা গন্ধ হয়ে যায়, তেমনি বারবার ধোয়ার কারণে শক্ত ও ধারালো হয়ে যায় তোয়ালে। নরম ও ফ্রেশ তোয়ালের জন্য ডিটারজেন্ট দিয়ে নয়, পরিষ্কার করুন একটু অন্যভাবে।

towel-5

  • গরম পানিতে ১ কাপ সাদা ভিনেগার মিশিয়ে তোয়ালে ভিজিয়ে রাখুন।
  • আধা ঘণ্টা পর নিংড়ে পরিষ্কার করে ধুয়ে নিন।
  • আবারও বালতিতে গরম পানি নিন। এবার আধা কাপ বেকিং সোডা মিশিয়ে তারপর ডুবিয়ে রাখুন তোয়ালে।
  • কিছুক্ষণ পর ভালো করে নিংড়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তোয়ালে যেমন নরম হবে, তেমনি দূর হবে দুর্গন্ধ।