কাপড়ে হলদে দাগ?

অসাবধানতাবশত কাপড়ে তরকারির ঝোল পড়েছে? দুশ্চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায়ে দূর করতে পারবেন কাপড়ে লাগা হলদে দাগ। জেনে নিন কীভাবে।

hinh-anh-cong-dung-cua-baking-soda
লেবু ও লবণ
দাগের উপর লেবু ঘষুন। কিছুক্ষণ পর লবণ লাগিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। দাগ উঠে যাবে। আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। পানিতে লেবুর রস মিশিয়ে সেই পানি গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু দিয়ে নিন। এবার এই পানি পোশাক ধোয়ার পানির সঙ্গে মিশিয়ে দিন।
ভিনেগার
আধ কাপ পানিতে কিছুটা ভিনেগার মেশান। এবার সেই মিশ্রণ দাগের উপর লাগিয়ে রাখুন। ভিনেগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এরপর সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নিন পোশাক।
বেকিং সোডা
৩ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন পোশাকের দাগের উপর। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভালো করে ধুয়ে নিন ডিটারজেন্ট দিয়ে।