চুলের বৃদ্ধি বাড়ায় দারুচিনির গুঁড়া

চুলের যত্নে ঘরোয়া প্যাকের বিকল্প নেই। চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য নির্দিষ্ট সময় পর পর আগা কেটে ফেলা জরুরি। এছাড়া সুষম খাবার গ্রহণ ও পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি ব্যবহার করতে পারেন দারুচিনির গুঁড়ার তৈরি একটি হেয়ার প্যাক। এটি চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল দ্রুত বাড়ে। এছাড়া মাথার ত্বকে জমে থাকা ময়লা দূর করে চুল করে মজবুত ও সুন্দর।

IMG_7592
যা যা লাগবে
বেকিং সোডা- ১ টেবিল চামচ
অলিভ অয়েল- ১ টেবিল চামচ
দারুচিনির গুঁড়া- ১/৪ চা চামচ
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন প্যাক
বেকিং সোডা, দারুচিনি গুঁড়া ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে আরও খানিকটা অলিভ অয়েল মেশান। চুল শুকনা থাকা অবস্থায় মাথার ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। যদি খুশকি থাকে, তবে টি ট্রি অয়েল মিশিয়ে নেবেন কয়েক ফোঁটা। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।