শিশুদের জন্য ঝটপট পিৎজা স্যান্ডউইচ

শিশুর জন্য দ্রুত তৈরি করা এই স্বাস্থ্যকর আইটেমটি কিন্তু খেতেও বেশ মজা। জেনে নিন পিৎজা স্যান্ডউইচ কীভাবে তৈরি করবেন একদম কম উপকরণের সাহায্যে।  

84585611_3520209504686812_824506804548403200_n
উপকরণ
পাউরুটি- ২ স্লাইস
পিৎজা সস- ১ চা চামচ
ক্যাপসিকাম- ৩ টেবিল চামচ
টমেটো কুচি- ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ চা চামচ
চিলি ফ্লেকস- স্বাদ মতো
অরিগানো- সামান্য
পনির কুচি- আধা কাপ  
মাখন- ১ চা চামচ  
প্রস্তুত প্রণালি
এক স্লাইস পাউরুটির উপর মাখন বাদে সব উপকরণ ছড়িয়ে দিন। আরেক স্লাইস পাউরুটি দিয়ে ঢেকে দিন। প্যানে মাখন গলিয়ে দুইপাশ মচমচে করে ভেজে নিন। মাঝখান থেকে কেটে পরিবেশন করুন গরম গরম।   

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি