চুলের যত্নে শসার কুলিং মাস্ক

সপ্তাহে একদিন শসার তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। চুলের যত্নে অনন্য এই প্যাক। জেনে নিন কীভাবে শসার কুলিং মাস্ক তৈরি ও ব্যবহার করবেন।  

IMG_5117
১টি মাঝারি সাইজের শসা কুচি করে নিন। ১ কাপ অ্যালোভেরা জেল ও পরিমাণ মতো ওটের গুঁড়াসহ তিন উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ২ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন এই হেয়ার মাস্ক

  • শসা প্রাকৃতিকভাবে ঠাণ্ডা রাখে ত্বক। চুলের রুক্ষতা দূর করতেও জুড়ি নেই এর।
  • অ্যালোভেরা জেল চুলে আনে প্রাণ। পাশাপাশি দূর করে খুশকি।
  • চুলের গোড়ায় জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করে ওট। পাশাপাশি চুল নরম ও মসৃণ করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট