গৃহস্থালি পরিচ্ছন্নতার ঝটপট টিপস

সহজ কিছু টিপস জানা থাকলে ঝামেলা ছাড়াই করতে পারবেন ঘর সাফাইয়ের কাজ। জেনে নিন এমনই দরকারি কিছু টিপস।

10782760-photo-4-1551861981-728-910304be8c-1552396955

  • ব্যবহার করতে করতে বেসনের হাতলের অংশে পানির সাদাটে দাগ পড়ে যায়। এটি পরিষ্কার করতে সাদা ভিনেগারে একটি পেপার টাওয়েল ভিজিয়ে সেটি দিয়ে দিয়ে ঢেকে দিন দাগের অংশ। ১ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন।
  • কার্পেট থেকে শক্তিশালী দাগ উঠাতে সমপরিমাণ গরম পানি ও অ্যামোনিয়া মিশিয়ে স্প্রে করুন দাগের উপর। একটি পরিষ্কার টাওয়েল বিছিয়ে উপরে গরম ইস্ত্রি বুলিয়ে নিন। দাগ উঠে যাবে।
  • বরফের ট্রেতে ভিনেগার ও লেবুর টুকরো জমিয়ে নিন। ময়লা রাখার পাত্র পরিষ্কার করা পর এক টুকরো বরফ দিয়ে দিন। দুর্গন্ধ দূর হবে।
  • ফ্যানের পাখা পরিষ্কার করতে পুরনো বালিশের কাভার ব্যবহার করুন। ভেতরে পাখা ঢুকিয়ে আলগোছে টেনে নিন ময়লা। এতে ঘর অযাচিত অপরিষ্কার হবে না।
  • চপিং বোর্ড পরিষ্কার করতে এক টুকরো লেবুতে মোটা দানার লবণ লাগিয়ে ঘষে নিন।
  • ফ্রিজের এক কোণে ভিনেগারের ছোট বাটি রেখে দিন। দুর্গন্ধ হবে না ফ্রিজে।