ব্রণ ঠেকাতে ঘরোয়া টোটকা

ব্রণের যন্ত্রণায় অস্থির আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য? কী করে ব্রণ ঠেকাবেন? ব্রণের যন্ত্রণা থেকে বাঁচতে জেনে নিন কতগুলো ঘরোয়া টোটকা...holud

কাঁচা হলুদ

কাঁচা হলুদের পেস্ট তৈরি করে মুখসহ গোটা শরীরে লাগিয়ে রাখুন। হলুদের সঙ্গে সামান্য অলিভ ওয়েল মেশাবেন। এরপর মুখ শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল দ্রুত ব্রণ সারাতে সাহায্য করে।

অ্যালোভেরা

ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল ব্রণের মধ্যে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এর পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

টকদই

ভালো করে ফেটিয়ে মুখে ও ব্রণপ্রবণ স্থানে লাগিয়ে রাখুন। টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে যা ত্বকের জন্য ভাল।

চা

চা ছেঁকে ঠান্ডা করে ব্রণের মধ্যে লাগালে উপকার পাবেন। কারণ চায়ে পলিফেলন থাকায়, এটি ব্রণ প্রতিরোধে সাহায্য করে।

সূত্র: জি নিউজ