নাস্তায় ঝুরি চিকেন

বিকালে বাচ্চাদের কী খেতে দেবেন বা নিজেরাই চায়ের সঙ্গে কী খাবেন সেটি নিয়ে নিশ্চয় চিন্তা করছেন। বিকালের নাস্তায় সহজ কিছুই খাওয়া উচিত। চটপট বানিয়ে ফেলুন ঝুরি চিকেন...chicken-strips

উপকরণ:

চিকন করে কাটা মুরগি – ২ কাপ

আদা-রসুন পেস্ট- ১ চামচ

লবণ-স্বাদমতো

গোলমরিচের গুঁড়া- আধ চা চামচ

ময়দা- আধা কাপ

বিস্কুটের গুঁড়া- ১ টেবিল চামচ

ডিম- একটি

তেল- ২ কাপ (ভাজার জন্য)

প্রণালি:  তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে মেরিনেট করে রাখুন ২০ মিনিট। এরপর তেল পর্যাপ্ত গরম করে মুচমুচে করে ভেজে তুলুন ঝুরি চিকেন।