বিড়ম্বনা যখন পোষা প্রাণীর লোম!

পরিবারের সদস্য যখন থাকে পোষা প্রাণী, তখন এদিক সেদিকে উড়ে বেড়ানো লোমের বিড়ম্বনা পোহাতে হয় কমবেশি সবাইকেই। পোশাক, বিছানার চাদর কিংবা সোফায় লেপটে থাকা লোম দূর করতে কসরতটা করতে হয় নিত্যদিন। এ থেকে রেহাই পেতে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস।

1111

  • পোষা প্রাণীর শরীর থেকে বাড়তি লোম দূর করতে পেট গ্রুমিং গ্লাভস ব্যবহার করতে পারেন। এটি পেয়ে যাবেন পোষা প্রাণীর অনুষঙ্গ বিক্রি করে এমন যেকোনও দোকানে। রবারের এই গ্লাভস পরে প্রতিদিন কয়েকবার শরীর আঁচড়ে দিন কুকুর অথহবা বিড়ালের। অতিরিক্ত লোম উঠে আসবে, ফলে এদিকে সেদিকে ছড়াবে না লোম।
  • চেষ্টা করুন ভেলভেট অথবা সিন্থেথিক কাপড় এড়িয়ে চলতে। এ ধরনের কাপড়ে লোম আটকায় বেশি। সুতি অথবা সিল্কের কাপড় ব্যবহার করুন।
  • সোফা ভ্যাকুয়াম করুন নিয়মিত। পোষা প্রাণী যদি রাতে সোফায় ঘুমায় তবে আলাদা একটি তোয়ালে বা কাপড় বিছিয়ে দিন। পরদিন সেটি ঝেড়ে ফেলুন।
  • কাপড় পরিষ্কারের জন্য পানিতে ভেজানের আগে হেয়ার ড্রায়ার দিয়ে বাড়তি লোম দূর করে নিন।
  • পোশাক থেকে আলগা লোম দূর করতে রাবারের গ্লাভস ব্যবহার করুন।
  • ভেজা কাপড় বারকয়েক বুলিয়ে নিলেও পোশাক থেকে লোম দূর হবে।
  • জিন্স অথবা কাপড়ে লোম আটকে থাকলে আঠালো টেপ ব্যবহার করে ঝটপট তুলে ফেলতে পারবেন।
  • পানি ও ফ্যাব্রিক কন্ডিশনারের মিশ্রণ স্প্রে করুন আসবাবে। লোম আটকে থাকবে না।
  • পোষা কুকুরের লোম যদি বেশি বড় হয়, তবে নির্দিষ্ট সময় পর পর ছেঁটে দিন। বিশেষ করে গরমের সময়। এতে যেমন বাড়তি লোম ছড়াবে না ঘরে, তেমনি আপনার পোষ্যটিও থাকবে আরামে।