রাজশাহীতে সেইলরের ফ্ল্যাগশিপ আউটলেট

রাজশাহীতে সেইলরের ১৭তম আউটলেটের পথচলা শুরু হলো। ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই আউটলেটের। রাজশাহী শহরের রানীবাজারের ৫ হাজার স্কয়ার ফিটের নিচ তলা ভবন নিয়ে আউটলেটটি সাজানো হয়েছে।

ggg
যথারীতি এবারও স্থানীয় জেলার ইতিহাসে নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট। রাজশাহীর পদ্মা নদীর জন্মলগ্ন থেকে ভৌগোলিক ইতিহাস, নদীপথের পরিবর্তনের পুরো বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে  ইন-স্টোর ইন্টেরিয়রে। এছাড়া আউটলেটে বিশেষ দেয়াল ৩২ প্রকার নৌকার নাম দিয়ে সাজানো হয়েছে।
ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা এবং আধুনিক ট্রায়াল রুম। রাজশাহীবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা লাইফস্টাইল পণ্য।

thumbnail
উদ্বোধনী অনুষ্ঠানে ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান নূরজাহান বেগম, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন আল-মামুন, জুনায়েদ আবু সালেহ মুসা (পরিচালক),  চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীরসহ অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী কর্মকর্তারা এবং আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট।