যেভাবে ঘরেই তুলবেন অবাঞ্ছিত লোম

ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম ওঠানোর জন্য পার্লারে যেতে হয় বারবারই। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি নষ্ট হয় অর্থও। বাসায় বসে কিন্তু খুব সহজেই দূর করতে পারেন এই লোম। জেনে নিন কীভাবে।

image5

  • ২ কাপ চিনির সঙ্গে আধা কাপ মধু মেশান। ১/৪ কাপ লেবুর রস মিশিয়ে মৃদু আঁচে গরম করুন। চিনি গলে গেলে নামিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় ঠোঁটের উপরের অংশে লাগান। একটি নরম ভেজা কাপড় দিয়ে দিন উপরে। ১ মিনিট পর টেনে উঠিয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটের উপরের অংশে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন।
  • ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন। ঠোঁটের উপরের অংশে লাগিয়ে উপরে টিস্যু পেপারের টুকরো বসান। আবার লাগান ডিমের মিশ্রণ। এভাবে কয়েক লেয়ার দেওয়া হলে অপেক্ষা করুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন।