আপনার শিশুকে ব্যস্ত রাখুন

Children-making-cookies-in-the-kitchen-Stock-Photoকরোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। সারাদিন বাড়ি বন্দি হয়ে থাকা শিশুদের জন্য খুব খুব কষ্টের। তাই এই সময় শিশুকে ব্যস্ত রাখা খুবই জরুরি। তবে স্বাভাবিকভাবে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও সমাজকর্মীরা শিশুদের আধুনিক ডিভাইস তথা ফোন, ট্যাব বা টেলিভিশনে অতিরিক্ত অভ্যস্ত করতে নিষেধ করেন। তাই এসব এড়িয়ে আপনার শিশুকে অন্যভাবে ব্যস্ত রাখার কয়েকটি উপায় জেনে নিন...

পাঁচ বছর বয়স থেকেই আপনার শিশুকে গৃহস্থালী কাজে অভ্যস্ত করুন।

বিশেষ করে খাবার শেষে প্লেট ধুয়ে রাখা, রান্নাঘরে রসুন ছিলে দেওয়া, মটরশুঁটির খোসা ছাড়ানো, ময়দা মাখানোর মতো কাজ আপনার শিশুকে দিতে পারেন।

যেহেতু বন্ধের সময়, বাড়িতে কুকি বানাতে পারেন, তাতে শিশুদের যুক্ত করতে পারেন।

দীর্ঘদিন বাইরে বাইরে ব্যস্ত থাকায় আপনার বইয়ের আলমারিতে ধূলা জমেছে? সেটিও পরিষ্কার করাতে পারেন আপনার শিশুকে দিয়ে। তবে যদি তার ধূলাবালিতে এলার্জি থাকে এক্ষেত্রে আগাম সতর্কতা জরুরি।

ছেলে-মেয়েদের আঁকাআঁকির কাজেও ব্যস্ত রাখতে পারেন। রঙ কিনে নিয়ে ঘরের দেওয়াল আঁকার কাজ করে সাজিয়ে নিতে পারে নিজের ঘর।

সেলাই, উলের কাজ শেখাতে পারেন এ সময়ে।

বারান্দায় বাগান করায় উৎসাহিত করতে পারেন।

বাড়ির পোষা প্রাণির যত্ন নেওয়ার কথাও বলতে পারেন আপনার শিশুকে।

আপনার সন্তান ১২ বছরের বেশি বয়সী হলে সরাসরি রান্নার কাজে যুক্ত করতে পারেন তাকে।

মোটকথা এইসময়টায় সে আনন্দে ও নতুন কিছু সৃষ্টির ব্যস্ততায় থাকুক।