চুলে রয়ে গেছে ডিমের গন্ধ?

অনেকেই তীব্র গন্ধের কারণে ডিম কিংবা পেঁয়াজের হেয়ার প্যাক ব্যবহার করতে চান না। শ্যাম্পু করার পরও দেখা যায় চুলে থেকে গেছে এগুলোর গন্ধ। কিন্তু চুলের যত্নে এসব প্রাকৃতিক উপাদান ভীষণ কার্যকর। চুল থেকে কীভাবে দূর করবেন ডিম বা পেঁয়াজের গন্ধ? জেনে নিন সেটাই।

nasty-beauty_bb251banner

  • এক কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু শেষ করে ভালো করে চুল ধুয়ে নিন নরমাল পানি দিয়ে। একদম শেষে লেবু-পানি দিয়ে চুল ধুয়ে নিন।
  • চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো টমেটোর রস চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। পানি দিয়ে ধুয়ে ফেলুন। টমেটোতে থাকা প্রাকৃতিক অ্যাসিড দূর করবে চুলের দুর্গন্ধ।
  • ১ কাপ গরম পানিতে আধা চা চামচ দারুচিনির গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে চুলে লাগান। ৪৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আপেল সিডার ভিনেগারও চুলের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ৪ টেবিল চামচ পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে এই মিশ্রণটি লাগান চুলে। এক মিনিট পর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগানোর আগে সামান্য ভিজিয়ে নিন চুল। ৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।