শবে বরাত স্পেশাল

আটার হালুয়া

হালুয়ার স্বাদে ভিন্নতা আনতে শবে বরাতে বানিয়ে ফেলতে পারেন আটার হালুয়া। জেনে নিন কীভাবে বানাবেন।

wheat-halwa-recipe-tirunelveli-halwa-godhumai-halwa-or-godhi-halwa-2-696x927
উপকরণ
আটা- ১ কাপ
চিনি- স্বাদ মতো
ঘি- আধা কাপ
ক্যাশুনাট- ২ টেবিল চামচ
অরেঞ্জ ফুড কালার- ১ চিমটি
এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ
বাদাম কুচি- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
আটার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ডো বানিয়ে নিন। ৫ কাপ পানিতে ডো ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা। এরপর ভিজিয়ে রাখা পানির সঙ্গে মিশিয়ে তরল করে নিন। ছেঁকে তরলটুকু আলাদা করে প্যানে দিয়ে দিন। মাঝারি আঁচে ১০ মিনিট নাড়ুন। চিনি ও ১ টেবিল চামচ ঘি দিয়ে দিন। নাড়তে থাকুন। ঘি পুরোপুরি মিশে গেলে আরও ১ টেবিল চামচ ঘি দিন। এভাবে ধাপে ধাপে সম্পূর্ণ পরিমাণ ঘি দিয়ে দিন। অনবরত নাড়তে হবে। হালুয়া ঘি ছেড়ে দিলে ক্যাশুনাট কুচি ও ফুড কালার দিন। নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিন। এলাচের গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে বরফি কেটে পরিবেশন করুন। উপরে ছড়িয়ে দিন বাদাম কুচি।