সংবাদকর্মীদের বিনামূল্যে পিপিই দিচ্ছে স্নোটেক্স গ্রুপ

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে ঝুঁকি নিয়েই জনসাধারণের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন সংবাদকর্মীরা। তাদের সুরক্ষায় বাংলাদেশের রফতানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ‘স্নোটেক্স গ্রুপ’ বিনামূল্যে পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) দিচ্ছে গণমাধ্যমকর্মীদের। বাংলা ট্রিবিউনসহ দেশের প্রথম সারির বেশকিছু প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে ইতোমধ্যে বিনামূল্যে পিপিই সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।

91557971_649927215827317_6222766381876641792_n
স্নোটেক্সের সহকারী ব্যবস্থাপক (পিআর) শেখ রাহাত অয়ন জানান, ৫০ হাজারের বেশি পিপিই তৈরি করা হচ্ছে। ইতোমধ্যেই পিপিই সরাসরি চিকিৎসকদের কাছে সরবরাহ করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও বিনামূল্যে পাচ্ছেন স্নোটেক্সের পিপিই।