জুতা পরিষ্কার করুন এভাবে

বেশিরভাগ সময় থাকা হচ্ছে গৃহবন্দি। তবে জরুরি প্রয়োজন অথবা বাজারের জন্য মাঝে মাঝে কিন্তু বের হতে হচ্ছেই। এছাড়া যারা জরুরি পরিষেবায় নিয়োজিত, তাদেরকে যেতে হচ্ছে বাইরে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বাড়ি ফিরে জুতা পরিষ্কার করতে হবে খুব ভালো করে।

how-do-i-clean-my-shoes-nike-help

  • জুতা/স্যান্ডেল যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না। নির্দিষ্ট জায়গায় থাকা র‌্যাকে রাখবেন।
  • পরিষ্কার রাখতে হবে জুতার র‌্যাকও। না হলে নানা ধরনের জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকবে।
  • জুতার র‍্যাক দরজার বাইরে রাখুন।
  • একান্ত যদি জুতার র‍্যাক ঘরে রাখতেই হয়, তবে উপর জমে থাকা ধুলোবালি শুকনো কাপড়ে মুছে নিয়ে পরে তা ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে। কারণ, র‌্যাকে থাকা বহু দিনের অব্যবহৃত জুতা, স্যান্ডেলে নানা ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস আটকে থাকতে পারে। তা থেকে সংক্রমণের আশঙ্কা অমূলক নয়।
  • জুতা পরিষ্কার করার আগে অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন।
  • বাজারে গেলে বাড়ি ফিরে জুতা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে সাবান পানিতে স্যান্ডেল ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
  • কাপড়ের জুতা হলে বেকিং সোডা অথবা ভিনেগার মিশ্রিত পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ফেলুন।
  • চামড়ার জুতা পরিষ্কার করুন সাবান-পানি ও রাবিং অ্যালকোহল ব্যবহার করে।