কমলার খোসার যত ব্যবহার

কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার।

07_remove_orange_peels_-Oxford-

  • কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
  • একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার দিয়ে বোতল পূর্ণ করে অপেক্ষা করুন ১০ দিন। এরপর কমলার খোসা উঠিয়ে দ্রবণটি ব্যবহার করুন কাঠের আসবাব পরিষ্কারক হিসেবে।
  • স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষে নিন।
  • কমলার খোসা শুকিয়ে কাপড় রাখার আলমারি বা ড্রয়ারে রেখে দিন। পোকামাকড়ের উপদ্রব থেকে যেমন রেহাই মিলবে, তেমনি চমৎকার সুগন্ধও বজায় থাকবে।
  • চিনির বয়ামে কয়েক টুকরো কমলার খোসা ফেলে দিন। শক্ত হবে না চিনি।
  • কমলার খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। চুলের যত্নেও এটি অতুলনীয়।
  • কমলার খোসা কুচি করে  রান্নায় দিতে পারেন। চমৎকার ফ্লেভার আসবে। পানীয় কিংবা সালাদেও দেওয়া যায় এটি।
  • সিংকের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো কমলার খোসা ফেলে আধা কাপ ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক পর উঠিয়ে ফেলুন খোসা।