দুই দশকের ফ্যাশন আইকন ঋষি কাপুর

ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (৩০ এপ্রিল) মারা গেছেন কিংবদন্তী বলিউড অভিনেতা ঋষি কাপুর। কেবল অভিনয়েই মাতাননি দর্শকদের, পাশাপাশি ফ্যাশন ও স্টাইল আইকন হিসেবেও দীর্ঘদিন রাজত্ব করেছেন এই অভিনেতা। সত্তর ও আশির দশকের পুরোটাই তিনি মাতিয়ে রেখেছিলেন নিজস্ব ধারার ফ্যাশনে।

Fullscreen capture 4302020 60136 PM.bmp

tumblr_o13s7n6qWu1semprgo1_400

MV5BOGMwNGI3ZTAtMzI2YS00MTMzLWJkMGYtYTU1NTUzOGJjYjhlXkEyXkFqcGdeQXVyNDQxNjcxNQ@@._V1_
১৯৭৩ সালে প্রাপ্তবয়স্ক হিসেবে প্রথম পর্দায় আসেন ঋষি কাপুর। প্রথম ছবিতেই তার চমৎকার ফ্যাশন সেন্স আলোচিত হয়েছিল সর্বত্র। গলায় প্যাঁচ দিয়ে জড়িয়ে রাখা সোয়েটার অথবা রঙিন জ্যাকেট ছিল তৎকালীন ফ্যাশন সচেতনদের অন্যতম প্রিয় স্টাইল, যার প্রচলনটা করেছিলেন ঋষি। এছাড়া বিভিন্ন ধরনের প্রিন্টের সোয়েটারেও তিনি পর্দায় এসে মাতিয়েছেন তরুণদের।